আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3088

ঈদ কুরবানী

প্রকাশকাল: 14 জুলাই 2014

প্রশ্ন

Assalamu alikum orahmatullah…
1) জুমার ওআক্তে মোট নামাজ কত রাকাত?
2) কুরবানির পশু জবেহের জন্যে কি কো দুয়া আছে?
(যেই দুআর মধ্যে আবার কুরবানিকারির নাম বলতে হয়)
কুরআন সুন্নাহের আলোকে জানালে খুশি হবো।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জুমার ফরজ নামায দুই রাকআত। ফরজের আগে পরে যে কয় রাকআত ইচ্ছা সুন্নাত পড়তে পারেন। দলীলসহ জানতে জুমুআর নামায বিষয়ে আমাদের দেয়া অন্যান্য প্রশ্নগুলোর উত্তর দেখুন। ২। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেজবেহ করলেই জবেহ সহীহ হয়ে যাবে । তবে কোন কোন হাদীসে উল্লেখ আছে রাসূলুল্লাহ সা. কুরবানীর পশু জবেহ করার সময় নিচের দুআগুলো পড়তেন: إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَوَاتِ وَالأَرْضَ عَلَى مِلَّةِ إِبْرَاهِيمَ حَنِيفًا ، وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ ، إِنَّ صَلاَتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لاَ شَرِيكَ لَهُ ، وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ ، اللَّهُمَّ مِنْكَ وَلَكَ ، وَعَنْ مُحَمَّدٍ وَأُمَّتِهِ بِاسْمِ اللهِ ، وَاللَّهُ أَكْبَرُ । সুনানু আবু দাউদ, হাদীস নং ২৭৯৫; আসসুনানুল কুররা, ইমাম বায়হাক্কী, হাদীস নং ১৯৬৫৭। হাদীসটিকে শায়খ শুয়াইব আরনাউত হাসান্ বলেছেন। এই দুআর শেষ অংশে مُحَمَّدٍ وَأُمَّتِهِ এর জায়াগাতে কুরবানীকারীর নাম বলবে।