জনাব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্ ইদানিং আমার একটি মনের পেরেশানি সৃষ্টি হচ্চে তা হলো ব্যবসা আয়ে কোন বরকত পাচ্ছি না এজন্য মনে মনে খুবই পেরেশানি তে আছি। আমি কোন সুদ এর সঙ্গে জড়িত নই এবং পাচঁ ওয়াক্ত ছালাত জামাতের সাথ আদায়ের চেষ্টা করছি। কিন্তু আমার বাবা কেন জানি আমার উপর সব সময় নারাজ থাকেন। যদি মেহেরবানি করে সঠিক কোন দিশা দিতেন খুবই উপকৃত হতাম। জাকাক আল্লাহ।