আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3078

অর্থনৈতিক

প্রকাশকাল: 4 জুলাই 2014

প্রশ্ন

আমি সরকারি আজিজুল হক কলেজের ছাত্র। আমরা কলেজে যে বইগুলো পড়ি, পরের ক্লাসে ওই বইগুলো আর দরকার হয়না । অনেক সময় সিলেবাস পরিবর্তন হলে বইগুলো কাউকে পড়তেও দেওয়া যায় না। ১। বইগুলো তখন বিক্রয় করা যাবে কি? ২। পুরাতন বইয়ের দোকানে বইগুলো অনেক কম দামে কিনে অনেক বেশি দামে বিক্রি করে । তাদের কাছে এসব বই বিক্রয় করা যাবে কি? নাকি কাগজক্রেতাদের কাছে বিক্রয় করবো?

উত্তর

হ্যাঁ, উক্ত বই আপনি যেখানে ইচ্ছা বিক্রি করতে পারেন। পুরাতন বইয়ের দোকানে বিক্রি করতে পারেন, আবার কাগজ ক্রেতাদের কাছেও বিক্রি করতে পারেন।