আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্, জনাব, আমি জানতে চাই যে, ইসলামী ব্যাংক গুলোতে চাকরী করা শরীয়া মোতাবেক কতটুকু গ্রহনযোগ্যতা আছে। জানাবেন ইনশাআল্লাহ্। ধন্যবাদ।
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। ইসলামী ব্যাংকেগুলোরর ক্ষেত্রে দেখতে হবে ঐ ব্যাংক প্রকৃত অর্থেই ইসলামী শরীয়াহ মোতাবেক চলে কি না? যদি চলে তাহলে চাকুরী জায়েজ। আর না চললে জায়েজ নেই। ইসলামী নাম দিলেই চাকুরী জায়েজ এটা এক কথায় বলা যাবে না।