আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 307

ফারায়েজ

প্রকাশকাল: 2 ডিসে. 2006

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। সাধারণভাবেও কি ছেলে-পুরুষ দের দেখা হারাম? শাইখদের ভিডিও লেকচার দেখা হারাম হবে। আমি সাধারণত অডিওই শুনি, কিন্তু অনেক সময় সামননে পড়লে দেখি। মেয়েদের দেখার মত ই হারাম হবে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, ভিডিওতে বা সরাসরি কোন পুরুষকে শালীন পোশাকে অর্থাৎ পুরুষের জন্য শরীরের যতটুকু পরিমান ঢাকা ফরজ এমন পোশাকে দেখলে কোন গোনাহ হবে না। অনেক হাদীসে বর্ণিত আছে মহিলারর রাসূলুল্লাহ সা. এর কাছে এসে সরাসরি প্রশ্ন করত। সুতরাং মহিলাদের জন্য পুরুষদের দেখা হারাম নয়। তবে খারাপ কোন চিন্তা মাথায় আসলে অবশ্যই না জায়েজ হবে। আরো জানতে দেখুন, পোষাক, পর্দা ও দেহ-সজ্জা বইটির চতুর্থ অধ্যায়।