আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3067

বিবাহ-তালাক

প্রকাশকাল: 23 জুন 2014

প্রশ্ন

শায়েখ,আমরা জানি ইসলমী শরিয়তে কোন নারী তার স্বামীকে তালাক দিতে পারবেনা, কিন্তু একজন পুরুষ তার স্ত্রীকে খুব বেশি নির্যাতন করে এবং সে তাকে তালাকও দিচ্ছে না,তাহলে কি সে নিশ্চুপ হয়ে তার অত্যাচার সহ্য করবে?

উত্তর

না, নিশ্চুপ হয়ে তার অত্যাচার সহ্য করবে না। আপসে মিমাংসা করার সর্বোচ্চ চেষ্টা করবে। না হলে আদালতের মাধ্যমে স্বামীকে তালাক দিতে বাধ্য করবে।