আসসালামুআলাইকুম,প্রশ্ন:স্বামীও স্ত্রীর ফরজ নামাজের জামাতে একামত কি স্ত্রীই দেবে? যদি দেয় তাহলে তা উচ্চস্বরে না নিম্নস্বরে? এবং যেখানে সাধারনত মসজিদের আজান শোনা যায় না (ব্যাতিক্রম-ফজর) সেখানে পুরুষ মানুষের জামাতে নামাজ পড়ার বিধান কি? এক্ষেত্রে উক্ত ব্যাক্তি তাঁর স্ত্রীকে সংগে নিয়ে জামাতে নামাজ আদায় করবে -এটাই আমি জানি এবং মেনে চলি । কারন রসুলুল্লাহ (সঃ)তাঁর জীবনে ফরজ নামাজ ওজরবশত মা আয়েশা (রাঃ) এর সংগে আদায় করেছেন–যদিও সেখানে কারন ছিল মুসলমানদের মধ্যে বিবাদ মেটাতে গিয়ে জামাত না পাওয়া, এরপরও যেখানে মসজিদ নেই বা মসজিদ দূর হওয়ায় আজান শোনাই যায় না (ব্যাতিক্রম-ফজর) সেখান যদি কোন ব্যাক্তি তাঁর স্ত্রীকে নিয়ে জামাতে ফরজ নামাজ আদায় করেন তাহলে উক্ত ব্যাক্তি রসুলুল্লাহ (সঃ)এর একটি মাঝেমধ্যেকার সুন্নাত আদায় করলেন কি? এবং জামাত ত্যাগের শাস্তি থেকে নিজেকে বাঁচিয়ে নিলেন কি? (কারন পুরূষ মানুষের জামাতে ফরজ নামাজ আদায় করা কোন কোন আলেমের মতে তা ওয়াজিব আবার কোন কোন আলেমের মতে তা ওয়াজিব পর্যায়ের সুন্নাহ)।