আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3058

বিবাহ-তালাক

প্রকাশকাল: 14 জুন 2014

প্রশ্ন

ইসলামে কোর্ট ম্যারেজের বিষয়ে কোন বিধি-নিষেধ আছে? যদি মেয়ে পক্ষের বাবা-মা বা গার্ডিয়ান বিষয়টি না জানেন। এই মুহুর্তে যদি মেয়ে বা ছেলের পরিবার কে জানিয়ে পারিবারিক ভাবে বিয়ে করা সম্ভব না হয়। কিন্তু ছেলে এবং মেয়ে বিবাহ বহির্ভূত কথা-বার্তা এবং দেখা-সাক্ষাত করতে না চায়,কিন্তু একে অপরকে পছন্দ করে সে ক্ষেত্রে কি তারা কোর্টে এ বিয়ে করতে পারবে? উল্লেখ্য ছেলে মেয়ে দুজনেই প্রাপ্তবয়স্ক।

উত্তর

ইসলামে কোর্ট ম্যারেজ বলতে কিছু নেই। সাক্ষীদের উপস্থিতিতে বিয়ে হতে হবে, যেখানেই হোক, কোর্টে হোক আর বাড়িতে হোক। মেয়ের অভিভাবক তথা পিতার অনুমতি ছাড়া বিয়ে অধিকাংশ আলেমের নিকটা হবে না। সুতরাং পিতার অনুমতি ছাড়া মেয়েদের বিবাহ কোন অযুহাতেই গ্রহনযোগ্য নয়।দেখুন, এখানে সমস্য হয়েছে বিবাহ-বহির্ভূত অবৈধ সম্পর্ক। ইসলামতো এটাকে অনুমতি দেয় না, বরং নিকৃষ্ট হারাম মনে করে। এটা না হলে বর্তমান সমস্য সৃষ্টি হতো না। সুতরাং অবিলম্বে এই হারাম কাজ ত্যগ করে পিতা-মাতার অনুগত হওয়া উচিত।