আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3055

যাকাত

প্রকাশকাল: 11 জুন 2014

প্রশ্ন

১.আমি যাকাতের টাকা হিসাব করার আগে কিচু টাকা নগদ এবং কিচু টাকা দিয়ে মালালাল কিনে আমার বিবাহিত গরীব বোনকে ও অন্য একজনকে দিয়েচি কিনতু নিয়ত করিনি। পরে হিসেবে করে দেখি যাকাতের চেয়ে বেশিই দেয়া হয়েচে। এভাবে কি যাকাত আদায় হয়েচে ২. আমার মামার সহায় সম্পদ আচে কিনতু এখন জীবন নির্বাহের জন্যে কোনো টাকা বা সোর্স নেই শুশুর বাড়ি থেকে এনে চলে। সে কি আমার যাকাতের টাকা খেতে পারবে

উত্তর

না, এভাবে নিয়ত ছাড়া টাকা-পয়সা দান করলে যাকাত আদায় হবে না। যাকাত আদায় হওয়ার জন্য নিয়ত জরুরী। আলমাজমু শারহে মুহাজ্জাব, ৬/১৮০। আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর স্থানীয় কোন আলেমের কাছে বিস্তারিত বর্ণনাপূর্বক জেনে নিন। যতটুকু লিখেছেন ততটুকু উত্তর দেয়ার জন্য যথেষ্ট নয়।