আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3049

অর্থনৈতিক

প্রকাশকাল: 5 জুন 2014

প্রশ্ন

আসসালামু আলাইকুম। স্যার আমার 1 বন্ধুর বয়স্ 23। তার আকীকা হয়নী। আমার প্রশ্ন হলো ১। তার নামে কি কুরবানী করা যাবে? 2। কুরবানী দেয়ার সঠিক পদ্দতি গুলো জানাবে? প্লিজ খুব প্রয়োজন

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কুরবানীর সাথে আকীকার কোন সম্পর্ক নেই। তার পক্ষ থেকে কুবানী করা যাবে। ২। ভাল করে জবাই করতে হবে। তিনটি রগ যেন অবশ্যই কাটে সেদিকে খেয়াল করতে হবে। জবেহ করার আগে বিসমিল্লাহ পড়তে হবে। বিস্তারিত স্থানীয় কোন আলেমের থেকে জেনে নিন।