আসসালামু আলাইকুম। আমাদের দেশের জনসংখ্যার তুলনায় চিকিৎসক নগণ্য, সেটা প্রাণিচিকিৎসায়ও। প্রতি উপজেলায় মাত্র ১ জন সরকারী প্রাণিচিকিৎসক আছেন যা প্রয়োজনের তুলনায় একেবারেই নগণ্য। প্রাণিচিকিৎসায় দেশের সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ ভেটেরিনারী কাউন্সিলের আইন অনুযায়ী, প্রাণিচিকিৎসায় গ্রাজুয়েজশন করে তাদের রেজিঃ ছাড়া দেশে কেউ চিকিৎসা করতে পারবে না। তারপরও দেখা যায়, পল্লীচিকিৎসক বা কোয়াক ডাক্তারেরা প্রশিক্ষণ নিয়ে গ্রামে প্রাণিদের সেবা দিয়ে জীবিকা নির্বাহ করছেন। ইসলামের দৃষ্টিতে তাদের পেশা কি বৈধ?