আসসালামুআলাইকুম, প্রশ্ন :ইমালসিফায়ার হল একটি বহুল ব্যাবহৃত খাদ্য উপাদান,যা প্রায় সবধরনের শুষ্ক খাদ্যে ব্যাবহৃত হয় (বিশেষ করে বিস্কুট,কেক এর মধ্যে)। আমি শুনেছি এই ইমালসিফায়ারের মধ্যে কিছু হালাল (উদাঃe173) ও কিছু হারাম (উদাঃe471)। এর পাশাপাশি আরও বহু হালাল ও হারাম নাম্বার রয়েছে যার লিস্ট আমাদের অনেকের কাছে রয়েছে । যার দরুন আমরা প্রায় সবরকম শুষ্ক খাদ্যগ্রহন(বিস্কুট,কেক) বর্জন করেছি । যদিও বেকারীর তৈরী বিস্কুট আমরা গ্রহন করি, কারন এতে বাহ্যিকভাবে কোন উপাদানের কথা উল্লেখ থাকে না । এখন জানতে চাই ইমালসিফায়ার হারাম অথবা হালাল অথবা অন্য কিছু অথবা কিছুই নয়— কোনটা? আমাদের কি মুসলিম হয়ে এধরনের বিধান মান্য করা বাঞ্চনীয়? কোরান-সুন্নাহর আলোকে সুস্পষ্ট ও সঠিক সমাধান কামনা করছি …