আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 303

পোশাক পরিচ্ছেদ

প্রকাশকাল: 28 নভে. 2006

প্রশ্ন

কোন মেয়ে যদি আশালীন পোশাক পরে রাস্তা দিয়ে যায়,। যদি তার উপর আমাদের চোখ পড়ে তাহলে কি আমাদের গুনাহ হবে? আর ২য় বার ঐ মেয়েটার দিকে তাকানোকে ইসলাম এর দৃষ্টিতে কি জানাবেন প্লিজ।

উত্তর

না, কোন মেয়ের দিকে হঠাৎ চোখ পড়ে গেলে যদি তৎক্ষণাৎ দৃষ্টি সংযত করা হয় তবে কোন গোনাহ হবে না। কারণ এর থেকে বেঁচে থাকা সম্ভব নয়। তবে পূণরায় তার দিকে তাকানো হারাম হবে। কেননা আল্লাহ তায়ালা বলেন,قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ অর্থ: আপনি মূমিনদের বলেন যেন তারা তাদের চোখকে হেফাজত করে। সূরা নূর, আয়াত ৩০। হাদীসে আছে রাসূলুল্লাহ সা. আলী রা. কে বলেন, يَا عَلِىُّ لاَ تُتْبِعِ النَّظْرَةَ النَّظْرَةَ فَإِنَّ لَكَ الأُولَى وَلَيْسَتْ لَكَ الآخِرَةُ অর্থ: আলী! তুমি একবার দেখার পর আরেকবার দেখো না কেননা প্রথমবার তোমার জন্য মাফ দ্বিতীয়বার নয়। সুনানু তিরমিয়যী, হাদীস নং ২৭৭৭; আবু দাউদ হাদীস নং ২১৫১; মুসনাদ আহমাদ, হাদীস নং ১৩৭৩। ইমাম তিরমিযীসহ অন্যান্য মুহাদ্দিসগণ হাদীসটিকে হাসান বলেছেন।