আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3028

অর্থনৈতিক

প্রকাশকাল: 15 মে 2014

প্রশ্ন

মৃত ব্যাক্তিকে দাফন করার পর কি ভাবে দোয়া করব?

উত্তর

দাফনেরে আগেই জানাযার সালাতের মাধ্যেমে দুআ করবেন। আর দাফনের পর আনুষ্ঠানিকভাবে দুআ করার প্রয়োজন নেই। তবে দাফনের পর যে কোন সময় দুআ করতে পারেন। স্বাভাবিকভাবে অন্যান্য দুআর সময় মৃত ব্যক্তির জন্য দুআ করবেন।