আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3020

নামায

প্রকাশকাল: 7 মে 2014

প্রশ্ন

Assalamu alikum…. ফজরের পূর্বে দুই। জহরের পূর্বে চার ও পরে দুই । মাগরিবের পরে দুই ও এশার পরে দুই রাকাত সালাত এই সুন্নত নাকি নফল?
বিষয়টি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে আমাদের মুসল্লিদের মধ্যে। যদি একটু স্পষ্ট করে দিতেন ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ফরজ বাদে যে কোন সালাতকে সুন্নাত কিংবা নফল বলা যায়। তবে যে নামাযগুলোর গুরুত্ব রাসূলুল্লাহ সা. বেশী দিয়েছেন সেগুলোকে সাধারণত সুন্নাত বলা হয়। আর যেগুলোর গুরুত্ব কম দিয়েছেন সেগুলোকে নফল বলা হয়। সে হিসাবে উক্ত নামাযগুলোকে সুন্নাত বলা যায। তবে নফল বললেও কোন সমস্যা নেই। পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণে অহেতুক এই বিতর্ক সৃষ্টি হয়েছে।