আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3017

নামায

প্রকাশকাল: 4 মে 2014

প্রশ্ন

আসসলামু আলাইকুম শায়েখ আমার প্রশ্ন হচ্ছে আমার বাড়ি যশোর জেলায় থাকি ঝিনাইদহে, আমার বাড়ি থেকে ঝিনাইদহ প্রায় ১০০ কিঃ মিঃ দুরে, কিন্তু ঝিনাইদহে বেশির ভাগ থাকা হয় আর বাড়িতে যাই ৩/৪ মাস পরে ৪/৫ দিনের জন্য আমি কি কসর নামাজ পড়তে পরবো? দয়া জানাবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, আপনি বাড়িতে কসর নামাজ পড়তে পারবেন না। বাড়ি থেকে কয়েকদিনের জন্য দূরে কোথাও গেলে কসর করতে হবে।