আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3013

বিবাহ-তালাক

প্রকাশকাল: 30 এপ্রিল 2014

প্রশ্ন

আমি দুই বছর আগে পারিবারিক সম্মতি ছাড়া বিয়ে করি। পরে আমাদের দুই পরিবারের অবিভাবকরাই বিয়েটা মেনে নেয়। সাম্প্রতিক কালে আমি ইসলামের প্রতি বেশি মনযোগী হই। একটি হাদিস আমার সামনে আসে যেটা হল মেয়ের ওলী ছাড়া বিয়ে বাতিল। শুধু মাত্র হানাফি স্কলারগণ ছাড়া বাকি সবাই একমত যে বিয়ে বাতিল। যদিও আমি হানফি মাযহাবের অনুসারী তবু আমি কোন রিস্ক নিতে চাইনা। আমি বিয়েটা আবার বিশুদ্ধ ভাবে করতে চাই। আমার স্ত্রীর বাবা বেচে নেই চাচারা সবাই প্রবাসি, ওর ছোট ভাই(১৮) আর মা মানে আমার শ্বাশুরী আছেন। এদের নিয়ে আমি কিভাবে কোন রুপ আনুষ্ঠানিকতা ছাড়া বৈধ ভাবে বিয়েটা করতে পারি?

উত্তর

দুজন পুরুষ সাক্ষীর উপস্থিতিতে আপনারা ঘরোয়া পরিবেশে কাজটা করতে পারেন। স্বাভাবিক নিয়মে দেনমোহর দিয়ে আপনি বিয়ে করবেন।