আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3009

অর্থনৈতিক

প্রকাশকাল: 26 এপ্রিল 2014

প্রশ্ন

Assalamu alikum… কোন মুসলিম ব্যক্তি যদি আল্লাহর কিতাব না শিখে মারা যায়, তাহলে সে কিআমতের দিন অন্ধ হয়ে উঠবে। এইটা কি হাদীস?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কোন মুসলিমের তো আল্লাহর কিতাব না শেখার সুযোগ নেই। কারণ সালাত আদায় করতে হলে তো তাকে কিছু কুরআন শিখতেই হবে। সীমিত হলেও কিছু সূরা তাকে মুখস্থ করতে হবে। তা নাহলে তো সে সালাত আদায় করতে পারবে না। সালাত আদায় না করলে তাকে তো ঠিক মুসলিম বলা যায় না। তবে দেখে দেখে পড়তে পারা আবশ্যক নয়। সুতরাং মুসলিমের কুরআন না শেখার কোন সুযোগ নেই, তাই অন্ধ হওয়ারও সুযোগ নেই।