ওয়া আলাইকুমুস সালাম। কোন মুসলিমের তো আল্লাহর কিতাব না শেখার সুযোগ নেই। কারণ সালাত আদায় করতে হলে তো তাকে কিছু কুরআন শিখতেই হবে। সীমিত হলেও কিছু সূরা তাকে মুখস্থ করতে হবে। তা নাহলে তো সে সালাত আদায় করতে পারবে না। সালাত আদায় না করলে তাকে তো ঠিক মুসলিম বলা যায় না। তবে দেখে দেখে পড়তে পারা আবশ্যক নয়। সুতরাং মুসলিমের কুরআন না শেখার কোন সুযোগ নেই, তাই অন্ধ হওয়ারও সুযোগ নেই।