একটি বিষয় জানার ছিলো -প্রভিডেন্ট ফান্ডের সুদের ব্যাপারে
আমি বাংলাদেশ পুলিশের একজন সদস্য। প্রভিডেন্ট ফান্ডে টাকা কাটানো আমার জন্য বাধ্যতামূলক সরকারের পক্ষ হইতে। সরকার আমার মুল বেতন থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে নিবে এবং সেটার উপর সুদ দিয়ে থাকবে…
এমতাবস্থায় আমি সুদবিহীন টাকা কাটানোর জন্য দরখাস্ত করতে গিয়ে জানতে পারি ব্যাপারটা কিছুটা ঝামেলার। আমি যদি সুদবিহীন টাকা কাটাতে চাই প্রভিডেন্ট ফান্ডের জন্য সেক্ষেত্রে আমাকে প্রতি বছরই একবার করে দরখাস্ত করতে হবে!
তাছাড়া সুদ যদি না কাটাই তবে সেটার সবটুকু সুবিধা সরকার পাবে। এক্ষেত্রে আমি যদি আমার কেটে নেয়া মুল টাকার হিসেব রেখে বাকী টাকাটুকু (অর্থাৎ প্রাপ্ত সুদের অংশটুকু) দান করে দেই সেটা কি আমার জন্য জায়েজ হবে?