আসসালামু আলাইকুম…. শাদ্দাদের বেহেশত নির্মাণ কাহিনী কি সত্য? কুরআনের এই আয়াত রেফারেন্স হিসেবে অনেকে ব্যবহার করছেন। তুমি কি ভেবে দেখনি তোমার প্রতিপালক আদ জাতির ইরামে কী করেছিলেন? তাদের ছিল সুউচ্চ সব স্তম্ভ, যেমনটি পৃথিবী কোনোদিন দেখেনি আগে। (কুরআন, সুরা ফাজর, ৮৯:৬-৮) কথিত আছে, হযরত নুহ (আঃ) এর পুত্র শামের ছেলেই আদ । তার পুত্র শাদ্দাদ আদ জাতির প্রতাপশালী রাজা ছিল, যার স্বপ্ন ছিল দুনিয়াতে স্বর্গ নির্মাণ করা। ইসলামি বর্ণনা অনুযায়ী, এ জাতির প্রতি পাঠানো হয় আরবীয় নবী হুদ (আ)-কে। এই ব্যাপারে সঠিক তথ্য জানার আগ্রহ রাখি।