আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2989

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 6 এপ্রিল 2014

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, লোক মুখে শুনেছি যে কোনো ব্যক্তিকে পিছনের দিক থেকে সালাম বা ডাকা যাবে না । এর কোন শরয়ী বিধান আছে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, আপনার শোনা কথটি সঠিক নয়। প্রয়োজনে পিছন থেকে ডাকা যাবে এবং সালামও দেয়া যাবে।