আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2981

হালাল হারাম

প্রকাশকাল: 29 মার্চ 2014

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, আমাদের গ্রামের একটি মাহফিলে রাজশাহীর এক বিশেষ বক্তা তামাকের বিরুদ্ধে কিছু কথা বললেন। একটু পরেই প্রধান বক্তা এসে ঐ বক্তাকে তামাকের বিষয়ে তাকে জাহেল প্রমাণ করলেন যে তামাকের নাকি শাক হিসেবে খাওয়া যাবে,। দুই জনের বক্তব্যের কারনে সাধারন মানুষ বিভ্রান্ত হল। জানতে চাই কোরআন নুন্নাহের আলোকে তামাকের বিধান কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। তামাক এবং তামাকজাত দ্রব্য মানুষকে শারীরিক, মানসিক এবং আর্থিকভাবে ধ্বংস করে। তামাকের কারণে বিশ্বে লাখ লাখ মানুষ মারা যাচ্ছে। এটার ভিতর উপকারী কোন কিছু নেই ক্ষতি ছাড়া। সুতরাং তামাক ব্যবহার করা যাবে না। তামাক থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে। তামাক শাক হিসেবে কিভাবে খাওয়া যায়? শাকতো একটি উপকারী খাদ্য। আর তামাক জীবন ধ্বংসকারী।