আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2980

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 28 মার্চ 2014

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, তিন কন্যার মাতা পিতার জন্য আল্লাহর রাসুুুল সঃ কর্তৃক কোন বিশেষ মর্যাদার কথা জানতে চাই?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হাদীসে রাসুলুল্লাহ সা. বলেছেন, مَنْ كَانَ لَهُ ثَلاَثُ بَنَاتٍ فَصَبَرَ عَلَيْهِنَّ ، وَأَطْعَمَهُنَّ ، وَسَقَاهُنَّ ، وَكَسَاهُنَّ مِنْ جِدَتِهِ كُنَّ لَهُ حِجَابًا مِنَ النَّارِ يَوْمَ الْقِيَامَةِ. যার তিনটি মেয়ে থাকবে আর সে তাদের উপর ধৈর্য্যধারণ করবে এবং তাদেরকে খাওয়াবে-পরাবে তারা তার জন্য জাহান্নামের পর্দা (বাধা) হবে। সুনানু ইবনু মাজাহ, হাদীস নং ৩৬২৯। হাদীসটি সহীহ।