আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বরকাতুহু। আমার খুব কাছের এক ভাই, আমলের বিষয়ে কথা বলার সময় ইমাম আবু হানীফার (রাহিঃ) কে নিয়ে একটি কথা বলেঃ
কথাটা এরকমঃ যে, ইমাম ;আবু হানীফা (রাহিঃ) ওযু করার সময় দেখতে পেতেন তার গোনাহ গুলো ঝড়ে যাচ্ছে । একদা এক লোক যেনা করে ইমাম আবু হানীফা রাহিঃ- র সামনে এসেছে সেই সময় ইমাম আবু হানীফা রাহিঃ উক্ত ব্যক্তির মুখ দেখেই বলে দিয়েছে তুমি যেনা করে এসেছো। উক্ত ব্যক্তি এই কথা শুনে ইমাম সাহেবকে জিজ্ঞেস করলেন ইমাম সাহেব আপনি কি সেটা দেখেছেন? তখন ইমাম আবু হানীফা রাহিঃ জবাব দেন যে- তোমার মুখে এখনো যেনার ছাপ লেগে আছে। আমি জানতে চাচ্ছিলাম যে দলিলবিহীন এই কাহিনী কুরআন হাদীসের আলোকে কতটা সত্যি হওয়ার দাবি রাখে বা এর পর্যালোচনা যদি আমকে জানাতেন?