আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2979

বিবিধ

প্রকাশকাল: 27 মার্চ 2014

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বরকাতুহু। আমার খুব কাছের এক ভাই, আমলের বিষয়ে কথা বলার সময় ইমাম আবু হানীফার (রাহিঃ) কে নিয়ে একটি কথা বলেঃ
কথাটা এরকমঃ যে, ইমাম ;আবু হানীফা (রাহিঃ) ওযু করার সময় দেখতে পেতেন তার গোনাহ গুলো ঝড়ে যাচ্ছে । একদা এক লোক যেনা করে ইমাম আবু হানীফা রাহিঃ- র সামনে এসেছে সেই সময় ইমাম আবু হানীফা রাহিঃ উক্ত ব্যক্তির মুখ দেখেই বলে দিয়েছে তুমি যেনা করে এসেছো। উক্ত ব্যক্তি এই কথা শুনে ইমাম সাহেবকে জিজ্ঞেস করলেন ইমাম সাহেব আপনি কি সেটা দেখেছেন? তখন ইমাম আবু হানীফা রাহিঃ জবাব দেন যে- তোমার মুখে এখনো যেনার ছাপ লেগে আছে। আমি জানতে চাচ্ছিলাম যে দলিলবিহীন এই কাহিনী কুরআন হাদীসের আলোকে কতটা সত্যি হওয়ার দাবি রাখে বা এর পর্যালোচনা যদি আমকে জানাতেন?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। অতিরিক্ত ভালবাসার কারণে অনেকে এই ধরণের বানোয়াট কিচ্ছা-কাহিনী বিশ্বাস করে থাকেন এবং বর্ণনা করে থাকেন। এই ধরণের বিশ্বাস থেকে অবশ্যই বিরত থাকতে হবে। গায়েবের কথা আবু হানীফা রহি. বলে দিতে পারতেন এমন বিশ্বাস করা শিরক।