আসসালামুয়ালাইকুম। স্যার আমার বাড়ি কল্কাতা। আমরা গ্যাসে রান্না করি। গ্যাস সিলিন্ডারের দাম প্রায় ৪০০ টাকা । কিন্তু আমাদের এখানে সরকারি নিয়ম অনুযায়ী প্রায় ৭০০ টাকায় গ্যাস সিলিন্ডার কিনতে হয় এবং বাকি ২০০ তাকা আমদের ব্যাংক অ্যাকাউন্ট এ ক্যাশ ব্যাক করেদেয় । ১ বছরে ১২ টা সিলিন্ডারে ক্যাশ ব্যাক দেবে। অতিরিক্ত সিলিন্ডারে ওই ৭০০ টাকা দিতেই কিনতে হবে। আমাদের বছরে ৭ তা সিলিন্ডার লাগে । কিন্তু আমরা প্রতি মাসে বুক করে দেই । এবং গ্যাস distributor রা তুলে নেয়। এবং আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ২০০ টাকা করে সরকার দেয়। যেহেতু আমাদের ১২ তা গ্যাস পাওনা । মোট ৫*২০০=১০০০ টাকা আসে। কখন কখন আমি ওই ৫ টা সিলিন্দের সিলিন্ডার তুলে নিয়ে অন্যকে ওই ৭০০ করেই বিক্রি করে দেই। আমার প্রস্ন হল এই ১০০০ টাকা কি হালাল? প্লিয জানাবেন