আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2962

অর্থনৈতিক

প্রকাশকাল: 10 মার্চ 2014

প্রশ্ন

মুহতারাম, আস্সালামু আলাইকুম,
আমি একজন ব্যবসায়ী আমার ব্যবসার ধরন যেমন, কম্পিউটার কম্পোজ, ফটোকপি, ইত্যাদি। আমি শুনেছি যে, সুদ দাতা, গ্রহীতা, তার লেখক, স্বাক্ষী সবাই অপরাধী। আমার দোকানে তেমনী বিভিন্ন জন সুদ বা ঐ জাতীয় অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত কম্পোজ করতে আসে. তাহলে কি আমিও ঐ অপরাধের অপরাধী

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। উক্ত কাজের কারণে আপনি গুনাহগার হবেন, এটা বলা কঠিন। আশা করি অপরাধী হবেন না। তবে আরো সুন্দর ও স্বচ্ছ কাজের সুযোগ থাকলে এটা ত্যাগ করা উত্তম হবে বলে মনে হয়।