আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2960

অর্থনৈতিক

প্রকাশকাল: 8 মার্চ 2014

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। মেয়েরা কি হায়েজ অবস্থায় কুরআন স্পর্শ করে পড়তে পারবে? যদি তা হয় শিক। ষার জন্য, যেমন মাদরাসার ছাত্রী বা অন্য কোন কুরআন শিক্ষার্থী মহিলা– মোবাইলের কুরআন কি পড়া যাবে অযু ছাড়া এবং হায়েজ অবস্থায়?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, কোন ভাবেই ঐ সময় কুরআন স্পর্শ করতে পারবে না। ওযু ছাড়া মোবাইলে কুরআন পড়া যাবে। তবে ওযু করে পড়াই ভাল।