আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2945

সুন্নাত

প্রকাশকাল: 21 ফেব্রু. 2014

প্রশ্ন

আসসালামু আলাইকুম, শায়েখ আমার প্রশ্ন হলো দোয়ার শেষে হাত মুখে মাসা (লাগানো) যাবে কি জানাবেন ইনশাআল্লাহ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নিচের হাদীসটি লক্ষ্য করুন :عن عمر بن الخطاب رضي الله عنه قال : كان رسول الله صلى الله عليه و سلم إذا رفع يديه في الدعاء لم يحطهما حتى يمسح بهما وجهه উমার ইবনে খাত্তাব রা. বলেন, রাসূলুল্লাহ সা. যখন দুআর জন্য দুহাত উঁচু করতেন তখন চেহারা মাসেহ করা ছাড়া নামাতেন না। সুনানু তিরমিযী, হাদীস নং ৩৩৮৬। ইমাম তিরমিযী রহি. যদিও হাদীসটিকে সহীহ বলেছেন কিন্তু অন্য মুহাদ্দিসগণ হাদীসটিকে যয়ীফ বলেছেন। এই হাদীসের আলোকে বলা যায় এই কাজটি সুন্নাত না হলেও বিদআত হবে না।আব্দুল্লাহ ইবনে বায রহ. বলেন مسح الوجه بعد الدعاء ليس بدعة لكن تركه أفضل চেহারা মাসেহ করা বিদআত নয় তবে না করা উত্তম। https://binbaz.org.sa/fatwas/17039/%D8%AD%D9%83%D9%85-%D8%A7%D9%84%D9%85%D8%B3%D8%AD-%D8%B9%D9%84%D9%89-%D8%A7%D9%84%D9%88%D8%AC%D9%87-%D8%A8%D8%B9%D8%AF-%D8%A7%D9%84%D8%AF%D8%B9%D8%A7%D8%A1-%D9%88%D8%AA%D9%82%D8%A8%D9%8A%D9%84-%D8%A7%D9%84%D9%85%D8%B5%D8%AD%D9%81 আবার অনেক আলেম উক্ত হাদীস এবং এই ধরণের আরো হাদীস থাকায় দুআ শেষে হাত চেহারাতে মুসাহকে অনুমতি দিয়েছেন। মোটের উপর বলা যায় দুআ শেষে হাত চেহারাতে মাসেহ করা জায়েজ। আরো বিস্তারিত জানতে দেখুন: https://vb.tafsir.net/tafsir12446/#.Wzb4W9UzbIV