আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2943

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 19 ফেব্রু. 2014

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার মেয়ের বয়স ৫ বছর। ছোট কালে ওর পেশাব কয়েক বার তোশক ও বালিশ এ লেগেছিল,এর পর কয়েকবার রোদে দেয়া হয়েছে (ঘটনা ৩ বছর আগের) আমার প্রশ্ন হল, এখন আমি যদি ভিজা মাথায় বালিশে শুই তাহেল কি চুল নাপাক হয়ে যাবে? বালিশ গুলো পরিবর্তন করতে হবে? আল্লাহ আপনাকে উওম প্রতিদান দান করুক।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। রোদে দেওয়ার মাধ্যমে তোশক বা বালিশ পবিত্র হয় না। তাই ভিজা মাথা বালিশের পেশাবের স্থানে লাগলে অপবিত্র হয়ে যাবে। বালিশগুলো পরিবর্তন করলে আর সমস্যা নেই। তোশকের ক্ষেত্র্রেও একই কথা।