আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2939

যাকাত

প্রকাশকাল: 15 ফেব্রু. 2014

প্রশ্ন

আল্লাহ্ তায়ালা কোরআনের অনেক যায়গায় বলেছেন- আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি। অর্থাৎ এ বাণীর মাধ্যমে আল্লাহ্ তায়ালা আমাদের সকল মানুষের সাথে আমরা কি ব্যবহার করি তা দেখতে চান। অনুষ্ঠানের যে ছবি দেখলাম তাতে আমার মনে হচ্ছে সকল মহিলাই মুসলমান। কেন যাকাতের অর্থ দ্বারা কি অমুসলমান অসহায়কে স্বাবলম্বী হতে সাহায্য করা যাবে না?
আমি জানতাম যে, অমুসলিমকে আকৃষ্ট করার জন্য যাকাতের অর্থ দেয়া যাবে। দয়া করে সঠিক বিষয়টা জানাবেন। আপনাদের এ মহৎ উদ্যোগের জন্য সাধুবাদ জানাই। আল্লাহ্ আপনাদের সকল সৎকর্মের উত্তম পুরস্কার দান করুন, আমীন।

উত্তর

যাকাত, ফিৎরা তথা ফরজ-ওয়াজিব দানগুলো শুধু মুসলিমদেরকেই করতে হবে। অমুসলিমগণ এই দান পাবে না। তাদেরকে সাধারণ দান করতে পারবেন। অমুসলিমদেরকে আকৃষ্ট করার জন্য যাকাতের অর্থ দেয়ার বিধানটি এখন বাতিল।