আস সালামু আলাইকুম। স্যার আমার বাড়ি কলকাতা । আমাদের এখানে ১৭.৫.২০১৮ বৃহস্পতিবার থেকে রজা রেখেছি। ফুরফুরা থেকে হুজুররা বলেছিল। ওই দিন থেকেই আরবেও রজা শুরু হয়েছিল। কিন্তু ১৫.০৬.২০১৮ শুক্রবার আরবে ঈদ হল আর ১৬.০৬.২০১৮ আমাদের কলকাতাতে ইদ। আমাদের কলকাতাতে ৩০ রমজান হল কিন্তু আরবে ২৯ টি রমজান হল। আমার প্রশ্ন হল এরকম হয় কি? এক জায়গায় ২৯ অন্য জায়গায় ৩০ দিনে মাস এটা সম্ভব? প্লিজ বুঝিয়ে বলবেন।