আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2921

অর্থনৈতিক

প্রকাশকাল: 28 জানু. 2014

প্রশ্ন

আসসালামু আলাইকুম, (১) ফিতরা কি খাদ্য শস্য দিয়ে আদায় করতে হবে? (২) খাদ্য শস্য এর ফিতরা কত টুকু (২.৫ কেজি না কি ৩.৫ কেজি)? (৩) খাদ্য শস্য দিয়ে ফিতরা কি ভাবে আদায় করব? (৪) এক জনকে কতটুকু খাদ্য শস্য দান করা যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। খাদ্য শস্য দিয়ে ফিৎরা আদায় করতে হবে সাড়ে তিন কেজি দ্বারা। সাড়ে তিন কেজি খাদ্য কাউকে দিলে একটি ফিৎরা আদায় করা হবে। একজনকে যত ইচ্ছা ফিৎরা দেওয়া যায়। গম বা আটার ক্ষেত্রে সাড়ে তিন কেজির অর্ধেকও ফিৎরা দেওয়া যায়। ফিৎরা টাকা দিয়ে আদায় করাও জায়েজ বলে মনে হয়। দলীলসহ বিস্তারিত জানতে দেখুন আমাদের দেয়া 0734 নং প্রশ্নের উত্তর।