আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2915

অর্থনৈতিক

প্রকাশকাল: 22 জানু. 2014

প্রশ্ন

আস সালামু আলাইকুম। হুজুর আমার কাছে 3 লক্ষ টাকা এবং 20 টি ছাগল আছে। আমি যাকাত কিভাবে আদায় করবো?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। টাকার যাকাত দিবেন। ছাগলের জাকাত দিবেন না। আর যদি আপনি ছাগল কেনা-বেচার কাজ করেন তাহলে ছাগলের দাম টাকাতে হিসাবে করে যাকাত দিতে হবে।