আসসালামু আলাইকুম, আমি সুরা মুল্ক মুখস্ত করার জন্য চেষ্টা করতেছি। পেরিওড অবস্থায় কি আমি মুখস্ত করার জন্য পরতে পারবও? দয়া করে উত্তর দিলে খুবই উপকৃত হব। যাযাকা-আল্লাহু-খাইর।
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। না, এই অবস্থায় আপনি কুরআন শরীফ পড়বেন না এবং ধরবেনও না। পবিত্রতা অর্জন করার পর মুখস্ত করবেন।