আসসালমুয়ালাইকুম। স্যার আমার বড়ো কাকার 70 বছর বয়স। আলাদা ফ্যমিলি। তার এক ছেলে ও তিন মেয়ে আছে। এবং সবার বিয়ে হোয়েছে। কিন্তু ছোট মেয়েটার স্বামী একটু পাগল মত। কাজ ভালো করে করে না। 1 ত বাচ্চা আছে। তার শাশুড়ি কাজ করে তাদের দেখে। তাই সে fetra,যাকাত নেয়। 1,তার যাকাত নেওয়া কি জায়েজ?
2,বড়ো কাকার ছেলে কাজ করে মাসে প্রায় 10 হাজার টাকা আয় করে এতে তার সংসার চালাতে খুব কষ্ট হয় তা বোঝা যায়। যেহেতু আয়ের তুলনায় বায় প্রায় সমান বা অনেক সময় বেশি হয়। আমার বড়কাকার শরীর ততটা ভালো নয় তাই ওষুধ কেনার জন্য টাকা লাগে। ছেলে দেয় তবে আয় কম তাই খুব বেশি দিতে পারেনা। আমিকি আমার বড়ো কাকাকে যাকাত hisabe কিছু টাকা দিতে পারবো?তবে ওনাকে যাকাতের টাকা বলা যাবেনা। উল্লেখ্য আমার কাকারছেলে তার মা,বাপ,তার স্ত্রীর এবং তার যে fetra টা ফকির দের দায়।