আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2902

অর্থনৈতিক

প্রকাশকাল: 9 জানু. 2014

প্রশ্ন

আস সালামু আলাইকুম। স্যার ব্যাংকে আমার 5 লাখ টাকা 1 বছর ধরে রয়েছে। কিন্তু 2 মাস আগে আরো 3 লাখ টাকা ঢুকেছে। এখন মোট 8 লাখ টাকা হলো। সুতরাং আমি কত টাকার ওপর যাকাত দেবো? যেহেতু 5 লাখ 1 বছর ও 3লাখ 2 মাস এর জন্য।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনাকে ৮ লাখ টাকারই যাকাত দিতে হবে। নিসাবের মালিক হওয়ার এক বছর পর যাকাত দিতে হয়, আর যাকাতা দেয়ার সময় যত টাকা থাকে সব টাকার যাকাত দিতে হয়। সব টাকার ১ বছর পূর্ণ হওয়া জরুরী নয়।