আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2896

হালাল হারাম

প্রকাশকাল: 3 জানু. 2014

প্রশ্ন

আমার নিজস্ব একখণ্ড আবাদ যোগ্য জমি আছে। ঐ জমির সাথে কিছু পরিমাণ সরকারি খাস জায়গাও মিশে আছে, তাও আবাদ যোগ্য এবং আমার দখলে আছে। জমি টা আমার পৈত্রিক সম্পত্তি- উত্তরাধিকার সূত্রে আমি মালিকানা প্রাপ্ত। এখন প্রশ্ন হচ্ছে- ঐ সরকারি খাস জায়গাটুকো ভোগ-দখল করা ঠিক কি না, কুরআন-সুন্নার আলোকে জানতে চাই। বর্তমানে আমার জমিটা বিক্রি করতে যাচ্ছি, সাথে ঐ সরকারি খাস জায়গাটুকো (দখল স্বত্বে মালিকানা) বিক্রি করতে পারব কি না? বিক্রি করলে তা আমার জন্য হালাল হবে কি না? কোর-আন সুন্নাহর আলোকে তার সমাধান দিলে শায়খের নিকট কৃতজ্ঞ থাকব।

উত্তর

উক্ত: সরকারী নীতিমালা অনুযায়ী খাস জমি আপনাকে ভোগ-দখল করতে হবে। নিজ ইচ্ছা অনুযায়ী নয়। আপনারা এই বিষয়ে সরকারী আইন দেখুন এবং আইন অনুযায়ী কাজ করুন। আর খাস জমি বিক্রি কখনোই করতে পারবেন না। আপনি যেটার মালিক নয় তা বিক্রি করবেন কিভাবে?