আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2895

অর্থনৈতিক

প্রকাশকাল: 2 জানু. 2014

প্রশ্ন

আস সালামু আলাইকুম। স্যার আমার 6 লাখ টাকা আছে ব্যাংকে। আরো 2 লাখ টাকা আমি একজন কে ধার দিয়েছি। এই 2 লাখ তারা মোটামুটি ১ বছর পর দেবে এবং তারা অবশ্যই দেবে। আর 50 হাজার টাকা অন্য ১ জনকে ধার দিয়েছি সে ৩,৪ বছর পর দিতে পারে আবার না দিলে কোনো ব্যাপার নেই যেহেতু ২ জন আমার খুব কাছের। এখন আমার প্রশ্ন হলো আমি মোট কত টাকার ওপর যাকাত দেবো?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনাকে উপরের সব টাকারই যাকাত দিতে হবে। অর্থাৎ সাড়ে আট লাখ টাকার যাকাত দিতে হবে। তবে যদি ঐ আড়াই লাখ টাকা আর না নেওয়ার সিদ্ধান্ত নেন তাহলে শুধু ছয় লাখ টাকার যাকাত দিতে হবে।