আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2890

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 28 ডিসে. 2013

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। ইতিকাফ সুন্নাতে মুআক্কায়ে কেফাআ একথা ঠিক? দলিল সহ জানতে চাই

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। দেখুন হাদীসে কখনোই কোনা আমল সম্পর্কে লেখা থাকে না যে, এটা ফরজ, এটা সুন্নত, এটা নফল, এটা ফরজে কেফায়া, এটা সুন্নাতে কেফায়। বরং হাদীসের গুরুত্ব অনুধাবণ করে ফকীহগণ এই ক্যাটাগারী নির্ধারন করেছেন। ইতিকাফ রাসূলুল্লাহ সা. প্রতি রামাদানে করেছেন। করতে উৎসাহ দিয়েছেন। তাই ফকীহগণ এটা সুন্নাতে কেফায়া হিসাবে নির্ধারন করেছেন। আমাদের প্রথমত দেখতে হবে রাসূলুল্লাহ সা. কি কি আমল করেছেন, কোন পদ্ধতিতে করেছেন। আমরা সে আমলগুলো ঐ পদ্ধতিতে করবো। কোন সুন্নাত আর কোনটা কেফায়া এগুলো মুখ্য বিষয় নয়।