As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2883

অর্থনৈতিক

প্রকাশকাল: 21 ডিসে. 2013

প্রশ্ন

আসসালামু আলাইকুম। মুহতারাম,
০১) আমার এক বন্ধু আমাকে বলেছেন যে, যদি কাউকে নির্দিষ্ট সময়ের জন্য ধার দেয়া হয় এবং সেই ধার গ্রহণকারী ব্যক্তি যদি ঐ নির্দিষ্ট সময়ের মধ্যে ধার পরিশোধ করতে না পারে তবে তার কাছে ধারের টাকাটা চাইতে হবে। সেক্ষেত্রে যদি সে আবার সময় চায় এবং ধার প্রদানকারী ব্যক্তি যদি আবার সময় দেয় তবে সে আবার নতুন করে নেকি পাবে। । বিষয়টি সঠিক হলে দলিলসহ জানাবেন। । ০২) উপরিউক্ত প্রসঙ্গটি যেহেতু নেকি বিষয়ক আকীদার সাথের জড়িত, আমার ইচ্ছা দানে এক নেকি ধারে আট নেকি। এর বিষয়টির দলিল জানা। বিষয়টি সঠিক হিসেবে আপনার কাছে কোনও দলিল থাকালে আমাকে জানালে উপকৃত হবো ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। উপরুক্ত দুটি বিষয়ে কোন হাদীস আছে বলে আমার জানা নেই।