আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2881

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 19 ডিসে. 2013

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। তারাবির সালাতে প্রত্যেক চার রাকাত পর যে দুআ পরা হয় এবং শেষে যে মুনাজাত করা হয় তা কি সুন্নাত সম্মত? জানালে খুশি হব।

উত্তর

ওয়া আলাাইকুমুস সালাম। চার রাকাত পর যে দুআ পড়া হয় এবং শেষে যে মুনাজাত করা হয় তা হাদীসে নেই। এগুলো না পড়ে হাদীসে বর্নিত কোন দুআ পড়া ভাল।