না, কথাটি সঠিক নয়। তিনবার সূরা ইখরাস পড়লে সমগ্র কুরআন পড়ার সওয়াব পাওয়া যায় মর্মে কোন হাদীসে নেই। তবে আবু হুরায়রা রা. থেকে বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ সা. বলেছেন{قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ تَعْدِلُ ثُلُثَ الْقُرْآنِ. সূরা ইখলাস কুরআনের এক তৃতীয়াংশের সমান। সুনানু তিরমিযী, হাদীস নং ২৮৯৯। হাদীসটি সহীহ। সুতরাং যতবার সূরা ইখলাস পড়া হবে ততবার একতৃতীয়াংশের সওয়াব পাওয়া যাবে।