আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2875

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 13 ডিসে. 2013

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন হল যদি কারো রোগের কারণবশতঃ নিজের অজান্তে কাপড়ে দু-এক ফোঁটা প্রস্রাব লেগে যায়, তাহলে সেই কাপড়ে কি নামাজ হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। পেশাব থেকে বেঁচে থাতে হাদীসে বিশেষভাবে তাগিদ দেয়া হয়েছে। কাপড়ে পেশাব লাগলে কাপড় পাল্টে নামায আদায় করতে হবে। তবে যদি একদম সামান্য হয় সেক্ষেত্রে নামায হয়ে যাবে আশা করি। তবে কাপড় পাল্টানোর মধ্যেই সতর্কতা।