আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2863

অর্থনৈতিক

প্রকাশকাল: 1 ডিসে. 2013

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম। ১। স্যার জমি বন্ধক দেওয়া হারাম কি? ২। আমি ১ টা জমি বন্ধক নেই ৩০০০০ টাকার বিনিময়ে। এখন জমির যে মালিক যে আমার কাছ থেকে ৩০০০০ টাকা নিয়ে ছিল সে জমিতে চাষ করে জা চাষ হয় তার থেকে ৭ বস্তা ধান আমাকে প্রতি বছর দেয়। এইভাবে ২ বছর দিয়েছে। যদি কন কারনে ধান কম হলেও আমাকে ৭ বস্তা ধান দিতেই হবে এই ছুক্তি ছিল। যেহেতু আমার কাছে জমি বন্দক আছে, এবং আমি নিজে চাষ না করে তাকে চাষ করতে দিয়েছিলাম। সে তার টাকা দিয়েই চাষ করল। ২ বছর পর সে ৩০০০০ টাকা আমাকে দিয়ে তার জমি ফিরিয়ে নেয়। আখন আমার প্রস্ন হল এহেন কাজ তাকি জায়েজ আছে?

উত্তর

ওয়া আলােইকুমুস সালাম। না, এভাবে জমি বন্ধক দেয়া-নেয়া জায়েজ নেই। আপনি যেহেতু তাকে ধার দেয়া ৩০০০০ টাকা ফেরৎ নিয়েছেন তাই তার কাছ থেকে যত ধান নিয়েছেন সেগুলো তাকে ফেরৎ দিতে হবে। ধান কিংবা ধানের মূল্য যে কোন একটি ফেরৎ দিতে পারেন। ঋনের বিনিময়ে অতিরিক্ত নেয়া সুদ। আপনি তাকে ৩০ হাজার টাকা দিয়ে সেই টাকা ফেরৎ নিয়ে অতিরিক্ত নিয়েছেন, সুতরাং এটা সুদ হিসেবে গণ্য।