আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2858

অর্থনৈতিক

প্রকাশকাল: 26 নভে. 2013

প্রশ্ন

কর রেয়াত পাওয়ার কিছু নিয়ম আছে । আমি যদি শুধু মাত্র কর রেয়াত পাওয়ার জন্য ব্যাংকে ডিপিএস খুলি অথবা সঞ্চয় পত্র ক্রয় করি এবং তা থেকে প্রাপ্ত সুদ নিজে না গ্রহণ করে অসহায় দরিদ্র কে দিয়ে দেই, তাহলে আমার এ কাজে কি আমি গুনাহগার হবো? আমাকেতো যাকাত দিতেই হবে, আমি কি শুধু মাত্র আয়কর রেয়াত পাওয়ার জন্য এ কাজ করতে পারব না? এ ক্ষেত্রে আমার কি করণীয়।

উত্তর

না, এভাবে কর ফাঁকি দেয়া জায়েজ আছে বলে মনে হয় না। সুদ খাওয়া যেমন না জায়েজ সুদের কাজে সহযোগিতা করাও না জায়েজ।