আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2849

অর্থনৈতিক

প্রকাশকাল: 17 নভে. 2013

প্রশ্ন

আসসালামু আলাইকুম। ছেলেদের পায়ের গোড়ালির ওপাড় লুঙ্গি, প্যান্ট পরা ফরজ। কিন্তু অনেক সময় আমি দেখছি আরব তথা আমাদের ভারতের ইমাম, হাজি প্রতীতিরা পিরহান বা জুব্বা পরলে তা গোড়ালির নীচে ঝুলছে মনে হয়। এতে করে নামাজ হবে কি? এরকম পড়া উচিত কি? Plz দলিল সহ বিস্তারিত জানাবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যে ব্যক্তিই টাখনুর নীচে পোশাক পরুক না কেন এটা হাদীসে নিষেধ। তবে নামায হযে যাবে।