আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2840

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 8 নভে. 2013

প্রশ্ন

জনাব, আমার জীবনের সর্বস্ব দিয়ে আমি আমার ছেলেকে মানুষ করার চেষ্টা করছি। কিছুদিন থেকে আমি ভীষণ অর্থকষ্টে পড়েছি। আমার ছেলে এমতাবস্থায় SSC পরীক্ষা দিয়ে TUITION শুরু করে। তার পর থেকে সে আমাকে মাঝে মাঝে তাচ্ছিল্য করে কথা বলে। আাজ ইফতারির সময় সে আমার সাথে খুব মেজাজ গরম করে কথা বলে। তাতে আমি খুব ব্যথিত হই ও মনে আঘাত পাই। কষ্ট সহ্য করতে না পেরে আামি তাকে অনেক বদদোয়া করি। আল্লাহ্ এর কসম করে বলি সে ধ্বংস হয়ে যাবে। ইফতার এর পর সে আমাকে sorry বলে। তার পর থেকে আমি মর্মাহত হই এবং এখন আমি খব অনুতপ্ত। এখন কিভাবে বা কি উপায়ে মাফ চাইলে আল্লাহ্ আমার ছেলেকে আমার রাগের মাথায় দেয়া বদদোয়া থেকে রক্ষা করবেন। আর আমার কসমের কোন কাফফারা লাগবে কিনা। যদি কাফফারা দিতে হয় তাহলে তার পরিমাণ এবং পদ্ধতি কি জানিয়ে বাধিত করবেন।

উত্তর

আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। ছেলের কল্যান কামনা করে দুআ করুন। কসমের কাফফারা হলে দশ মিসকিনকে দুবেলা খাবার খাওয়ানোর ব্যবস্থা করা।