আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2823

বিতর

প্রকাশকাল: 22 অক্টো. 2013

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম,
১. আমি এশার পরে ইমাম এর সাথে কয়েক রাকাত (৪/৬/৮/১০) কিয়ামুল লাইল করার পর, নিজে আলাদা ১ রাকাত বিতর পড়ি এভাবে পড়া যাবে কিনা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বিতর কমপক্ষে ৩ রাকআত পড়া ভাল। আর ইমামের সাথে কিয়ামুল লাইল পুরোটাই আদায় করা উচিত। রাসূলুল্লাহ সা. বলেছেন, من قام مع الإمام حتى ينصرف كتب له قيام ليلة যদি কেই ইমামের সাথে শেষ পর্যন্ত কিয়ামুল লাইল আদায় করে তবে সে সারা রাত কিয়ামুল্লাইলের সওয়াব লাভ করবে। সুনানু তিরমিযী, হাদীস নং ৮০৬