আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2821

নফল সালাত

প্রকাশকাল: 20 অক্টো. 2013

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন হলো, মাযহাব কি শুধু একটাই মানতে হবে? (একটা মানলে বাকি ৩ টা মানা যাবে না?) কোন বিষয়ে ৪ টা মতের মধ্যে যেটা উত্তম সে মত এর উপর আমল করলে কি সমস্যা হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মানতে হবে কুরআন-সুন্নাহ। যেহেতু সকলের পক্ষে সরাসরি কুরআন-সুন্নাহ থেকে সরাসির মাসআলা বের করে আমল করা সম্ভব নয় তাই যে সব ফকহী বা ইমাম এটা করতে সক্ষম তাদের কোন একজনের কথা অনুযায়ী চলতে হবে। যদি কোন মাধ্যমে আপনি জানতে পারেন যে, তার মতের চেয়ে অন্য জনেরটা বেশী দলীল নির্ভর, তাহলে সেটা মানতে পারেন। তবে অবশ্যই সেটা হতে হবে একজন অভিজ্ঞ আলেমের পরামর্শে। ৪টির মধ্যে যেটা উত্তম সেটা তো সকলে ঠিক করতে পারবে না, যারা পারে ভাল আর না পারলে যিনি পারেন তার পরামর্শ নিবে।